সামনের বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০১ ১৯:০০:১৯


টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিশ্ব মঞ্চে গিয়ে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। তারা সুপার টুয়েলভে হেরে গেছেন পরপর তিন ম্যাচ।

অথচ দেশ ছাড়ার আগে অধিনায়ক মাহমুদউল্লাহ সেমিফাইনাল খেলার প্রত্যাশার কথা জানিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে বিশাল পার্থক্য বুঝতে যেমন সময় লাগেনি, তেমনি নতুন স্বপ্ন বুনতেও সময় লাগলো না। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে দল।

একদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অস্ট্রেলিয়া বিশ্বকাপ ঘিরে নিজেদের নতুন স্বপ্নের কথা শুনিয়েছেন। তার সুরে সুর মিলিয়ে আজ (সোমবার) ডমিঙ্গো একই কথা বলে গেছেন। তার মতে, পরিকল্পনামতো এগোলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা সম্ভব।

আগামীকাল (মঙ্গলবার) সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে আমাদের আরও ভালো করার সক্ষমতা ছিল। আমাদের আরও ভালো খেলতে কিছু সময় দরকার। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয়, আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। তীরে গিয়ে তরী ডুবলেও সেখানে ইতিবাচক দিক দেখছেন ডমিঙ্গো, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফল অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-টোয়েন্টিতে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজে জয় পেয়েছি। এখানে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে অল্প ব্যবধানের হার… দলকে মূল্যায়ন করা ঠিক হবে না। আমি মনে করি, দলের অনেক উন্নতি হয়েছে। আমাদের খুব ভালো কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করেছে। আমার চোখে এখানে অনেক ইতিবাচক দিক আছে।’

ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুককে নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। দলের হারে অনেকেই দুই কোচের দায় দেখছেন। প্রধান কোচ মনে করেন, কোচিং স্টাফরা তাদের কাজগুলো ঠিকভাবেই করছে, ‘নির্দিষ্ট ক্রিকেটার ও কোচিং স্টাফদের কিছু কাজ নিয়ে সমালোচনা হচ্ছে। ১১ মাস আগে আমরা ১১ নম্বর দল ছিলাম, এখন আমরা টি-টোয়েন্টিতে ষষ্ঠ। আমরা জানি আমাদের যোগ্যতা কতখানি। আমরা অনেকটা দূরে এসেছি। তবে এখনও অনেক পথ বাকি। সেই পথ পাড়ি দেওয়া রাতারাতি সম্ভব নয়।’

এএ