হিলিতে ৩০ টাকায় নামল পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০২ ১৪:১৫:০৪


দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিতিশীল থাকার পর পেঁয়াজের ‍বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে ১০ টাকা। আগে পাইকারিতে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০-৩২ টাকায় নেমেছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে কিনতে আসা পাইকাররা। স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝেও।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মাহফুজার রহমান বলেন, বন্দরে পেঁয়াজ পাইকারিতে ৩০ টাকায় বিক্রি হলেও ঢাকায় এখনো দ্বিগুণ দামে অর্থাৎ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি ঢাকার ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই নয়। তারা বাজারে পেঁয়াজের চাহিদা বেশি জোগান কমে গেলেই দাম বাড়িয়ে দেন। এতে প্রভাব পড়ে খুচরা বাজারে। যে পেঁয়াজ হিলিতে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, সে পেঁয়াজ ঢাকায় ৪০ টাকার ওপরে বিক্রি হলে বুঝতে হবে এটি ব্যবসায়ীদের কারসাজি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। গড়ে প্রতিদিন বন্দর দিয়ে ১০-১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। শনিবার বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৫৮ টন আমদানি হয়েছে। গতকালও আমদানি অব্যাহত ছিল। পেঁয়াজ দ্রুত পচনশীল পণ্য। তাই দ্রুত খালাস করতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

সানবিডি/এনজে