৫২ হাজারে ২ পাঙাশ বিক্রি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-০২ ১৪:৫৬:২৮


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ও ১৫ কেজি ওজনের দুইটি পাঙাশ মাছ। যা বিক্রি হয়েছে সাড়ে ৫২ হাজার টাকায়।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে জেলে ফারুক হালদারের জালে মাছ দুইটি ধরা পড়ে।

জানা গেছে, ফারুক হালদার মাছ দুইটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে আনলে তিনি মাছ দুইটি ১৪০০ টাকা কেজিতে ৪৯ হাজার টাকায় কিনে নেন।

পরে সম্রাট শাহজাহান শেখ মুঠোফোন রাজবাড়ীর এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা কেজিতে মোট ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।

শাহজাহান শেখ বলেন, স্থানীয় জেলে ফারুক হালদারের জালে মাছটি দুইটি ধরা পড়লে তিনি বিক্রির জন্য আমার আড়তে নিয়ে আসে। পরে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৯ হাজার টাকায় কিনে নেই। পরে ১ হাজার ৫০০ টাকা কেজিতে ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মসিউর রহমান বলেন, পানি কমে যাওয়ায় বর্তমানে পদ্মায় বড় বড় পাঙাশ মাছ পাওয়া যাচ্ছে।

সানবিডি/ এন/আই