মুরগির খাদ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-০২ ১৫:১৭:২২
মুরগির খাদ্যের দাম কমানো, খাদ্যের মান বৃদ্ধি করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন। মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটি দাবিগুলো জানায়।
সংগঠনটির দাবিগুলো হচ্ছে- ব্রয়লার মুরগির খাদ্য ৫০ কেজির বস্তা ২ হাজার থেকে ২১০০ টাকা, লেয়ার-সোনালীসহ অন্যান্য মুরগির খাদ্যের দাম ৫০ কেজি প্রতি বস্তা ১৭০০ থেকে ১৮০০ টাকার মধ্যে আনা, খাদ্যের মান বৃদ্ধি করা; ব্রয়লার-লেয়ারসহ সব মুরগির বাচ্চার দাম বাৎসরিকভাবে ২০ থেকে ২৫ টাকার মধ্যে আনতে হবে ও বাচ্চার মান বৃদ্ধি করতে হবে; বিভিন্ন কোম্পানির রেডি মুরগি উৎপাদন করা বন্ধ করতে হবে।
এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় ৩০০ জন নিবন্ধিত খামারিকে স্বল্প সুদে, সহজ শর্তে প্রতি ১ হাজার মুরগি পালনকারী খামারিকে কমপক্ষে ২ লাখ টাকা ঋণ দিতে হবে; প্রতি একজন খামারি ১০ হাজার মুরগির ওপরে কোনো রেডি মুরগি উৎপাদন করতে পারবে না এবং খামারিদের পূর্ণাঙ্গ কমিটির সংগঠনকে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, এদেশে প্রথম পোল্ট্রি খামার চালু করে প্রান্তিক পর্যায়ের লোকেরা। তারা অনেকেই নিজের জমি বিক্রি করে, কেউ বিদেশ থেকে ফিরে এসে এই পোল্ট্রি খামার শুরু করেন। ধীরে ধীরে এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে আসে। পরে বিভিন্ন ব্যবসায়ী মহল এই শিল্পে আগ্রহী হয়।
তারা আরও বলেন, শুরুতে ফিড মালিকরা শুধু পোল্ট্রি খাবার তৈরি করলেও বর্তমানে তারা নিজেরা খাদ্য, বাচ্চা এবং ব্রয়লার ও লেয়ারসহ সব ধরনের রেডি মুরগি উৎপাদন করে বাজার নিয়ন্ত্রণ করছে। তাই খামারিরা এখন ধ্বংসের পথে। এর মধ্যে আবার দিন দিন খাদ্যের দাম বাড়ছে। বর্তমানে ৫০ কেজির এক বস্তা খাবার কিনতে হয়ে ২৮০০ থেকে ৩ হাজার টাকায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. মামুনুর রহমান, চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম প্রমুখ।
সানবিডি/ এন/ আই