রেনং সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ চায় ডিসিসিআই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০২ ২০:৩৭:৩৫
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চলমান বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে চট্টগ্রাম বন্দরের সঙ্গে থাইল্যান্ডের রেনং সমুদ্র বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর সঙ্গে ঢাকা চেম্বারে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ডিসিসিআই সভাপতি এ আহ্বান জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিসিসিআই এ তথ্য জানিয়েছে।
এ সময় ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান জানান, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮৩ কোটি ডলারের বেশি। এর মধ্যে আমদানি ও রফতানির পারিমাণ ছিল যথাক্রমে প্রায় ৮০ কোটি ডলার ও সাড়ে ৩ কোটি ডলার। ২০২১ সালে থাইল্যান্ডে বাংলাদেশের রফতানি ৩ কোটি ৯০ লাখ ডলারে উন্নীত হয়েছে, যা বাংলাদেশের রফতানি খাতের ইতিবাচক অবস্থান তুলে ধরে।
তিনি বলেন, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বিবেচনায় থাইল্যান্ড ১৫তম অবস্থানে রয়েছে। তবে অবকাঠামো, অটোমোটিভ ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন এবং স্বাস্থ্যসেবা প্রভৃতি খাতে থাই উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগ করা উচিত।
থাইল্যান্ডের শ্রমঘন শিল্পগুলো বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পিটিএ ও এফটিএ সইয়ের দিকে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
এ সময় ডিসিসিআই সহসভাপতি মনোয়ার হোসেনসহ থাই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে