কয়েকশ অভিবাসনপ্রত্যাশীকে ‘উদ্ধার’ করলো তুরস্ক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০২ ২১:১৭:৪৭
আফগানিস্তান-সিরিয়ায় চলমান অস্থিতিশীলতার মধ্যে দুদিনে চার শতাধিক অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রত্যাশীকে ‘উদ্ধার’ করেছে তুরস্ক। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, গত সোমবার (১ নভেম্বর) ও মঙ্গলবার তুরস্কের বিভিন্ন অঞ্চল থেকে ১৬৪ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশী ও গ্রিসের ‘অবৈধ’ পুশব্যাকের পর এজিয়ান সাগর থেকে ২৫৮ আশ্রয়প্রত্যাশীকে উদ্ধার করেছে তুর্কি বাহিনী।
এই খবরে বলা হয়েছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় আরদাহান প্রদেশে একটি চেকপয়েন্টে তিনটি গাড়ি থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে তুর্কি নিরাপত্তা বাহিনী। এসময় মানবপাচারে জড়িত সন্দেহে তিন গাড়িচালককে গ্রেফতার করা হয়। উদ্ধার অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন কার্যালয়ে পাঠানো হয়েছে।
পৃথক অভিযানে ভ্যান প্রদেশে একটি দোকানে লুকানো অবস্থায় ৭৩ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তারা সকলেই আফগান নাগরিক। মানবপাচারে জড়িত সন্দেহে ওই দোকানের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনী।
এছাড়া বিতলিস প্রদেশে ৬৪ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সানবিডি/এনজে