মানুষ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০২ ২১:৩১:১৫


সিরাজুল মানিক

হায়রে মানুষ !

কি বিচিত্র তুমি

কতোই না তোমার রঙ

কেউ মুখোশে কেউ আবার

সাধু বেশে

সময়ে অসময়ে বদলে যায়

আপনার স্বার্থে

চেনা যায়না আকৃতিতে

দেওয়া যায়না অন্তরের বিবৃতি

পলকে বন্ধু শত্রু, শত্রু পলকে

বড় মুশকিল বুঝে উঠা তোমায় এ ধরাতে।

সানবিডি/এনজে