নড়াইলে ছেলের ফাঁসি, মাসহ ২জনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-০৩ ১২:২৭:৩৪
নড়াইলে নারী হত্যায় ছেলের ফাঁসি ও মাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৩ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও কবির খানের ছেলে সাজ্জাদ খান।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
সানবিডি/ এন/আই