হঠাৎ নামিবিয়ার ড্রেসিং রুমে হাজির পাকিস্তান

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৩ ১৩:১৭:৫৩


এবারের বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটছে নামিবিয়ার। মাত্র ২৫ লাখ মানুষের দেশ। প্রথমবারের মতো তারা এসেছিল বিশ্বকাপ খেলতে। এসেই বাজিমাত করে দলটি। উঠে গেছে সুপার টুয়েলভ। এই পর্বে তারা হারিয়েছে স্কটল্যান্ডকেও। প্রতিটা ম্যাচেই তাদের লড়াই মুগ্ধ করছে সমর্থকদের।

আগামী বিশ্বকাপে সরাসরি খেলাও নিশ্চিত করেছে নামিবিয়া। গতকাল তারা হেরেছে পাকিস্তানের কাছে। ৪৫ রানে নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। এই ম্যাচের পর দারুণ কাজ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

নামিবিয়াকে চলতি বিশ্বকাপে সাফল্যের জন্য অভিনন্দন জানাতে তাদের ড্রেসিং রুমে হাজির হন শাহিন শাহ আফ্রিদিরা। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ হাফিজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিমরা পিসিবির এক কর্মকর্তাসহ নামিবিয়ার ড্রেসিংরুমে যান।

ক্যাপশনে পিসিবি লিখেছে, ‘পাকিস্তান দল নামিবিয়ার ড্রেসিং রুমে হাজির হয়েছিল। তাদের এই বিশ্বকাপ যাত্রার জন্য অভিনন্দন জানিয়েছে টিম পাকিস্তান।’

সানবিডি/ এন/আই