সেন্টমার্টিনে ৩০ মণ কোরাল ধরা পড়ল এক জালেই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৩ ১৮:১০:০৬
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাল ফেলার এক ঘন্টা পর স্থানীয় এক জেলের জালে ৬ থেকে ৭ কেজি ওজনের ২০৩টি লাল কোরাল মাছ ধরা পড়েছে, যার ওজন প্রায় ৩০ মণ।
আজ বুধবার বিকেল ৪ টায় মাছভর্তি নৌকাটি সেন্টমার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন সেগুলো দেখতে ভিড় করেন। এর আগে একই দিন বিকেল ৩ টায় সেন্টমার্টিনের উত্তরে নৌকার মালিক আবদুর রশিদের নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা মাছ শিকারে সাগরে যান। এর এক ঘণ্টার মধ্যেই জালে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো সাত লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী মুফিজ আলম।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী মুফিজ আলম জানান, স্থানীয় এক জেলের জালে ধরা পড়া ২০৩টি কোরাল মাছ সাত লাখ টাকায় কিনেছেন।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলের জালে অনেকগুলো লাল কোরাল ধরা পড়েছে। মাছগুলো সাত লাখ টাকায় বিক্রি হওয়ার খবর পেয়েছি।
সানবিডি/এনজে