“এখন বন্দি জীবন কাটাতে হয়, চাইলেই আর আসতে পারি না”

আপডেট: ২০১৬-০২-০১ ১৯:৪১:৩৩


0,,182_100622রাষ্ট্রীয় কাজের ব্যস্ততা আর নিরাপত্তা প্রটোকলের কারণে এখন বাংলা একাডেমিতে আসতে পারেন না বলে নিজের মনঃকষ্টের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী বলেন,আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, তখন বাংলা একাডেমির লাইব্রেরিতে আসতাম। সঙ্গে আসত আমার বান্ধবী বেবী মওদুদ।”

তিনি বলেন, “আমরা দুজন অনেক সময়ই বাংলা একাডেমির লাইব্রেরিতে কাটাতাম। পড়াশোনা করতাম। খুব আনন্দঘন সময় কাটত আমাদের। কিন্তু আজ বেবী মওদুদ নেই।”

এখন আর সেই সুযোগ হয় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখন বন্দিজীবন কাটাতে হয়। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে হয়। চাইলেই আর আসতে পারি না। মন খুব টানে।” বাংলা একাডেমি এ দেশের ভাষাচর্চায় অসামান্য অবদান রেখে চলেছে বলে তিনি উল্লেখ করেন।

সানবিডি/ঢাকা/রাআ