বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক ২৯ নভেম্বর
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৪ ১১:২১:৩৭
ইরানের সঙ্গে বিশ্বশক্তির পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে আলোচনা চলতি মাসে আবার শুরু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি-কানি জানিয়েছেন—তার সরকার ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে সম্মত হয়েছেন। খবর আলজাজিরার।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বুধবার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান ও আলোচনার মধ্যস্ততাকারী এনরিক মোরার সঙ্গে টেলিফোনালাপে আমরা আলোচনা ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা দূর করার লক্ষ্যেই এই আলোচনা হবে।
সানবিডি/ এন/ আই