অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়িয়েছে ইরাক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৪ ১৪:১৩:৫৬


 

ইরাকের অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিমাণ বেড়েছে। অক্টোবরে দেশটির রফতানি দৈনিক ৩১ লাখ ২০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন কোম্পানি সোমোর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে জ্বালানি তেল মন্ত্রণালয়। খবর আরব নিউজ।

বর্তমানে বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে ষষ্ঠ ইরাক। তথ্য বলছে, গত মাসে রফতানি সেপ্টেম্বরের তুলনায় স্বল্পমাত্রায় বৃদ্ধি পায়। ওই মাসে দেশটি গড়ে দৈনিক ৩০ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে।

এক বিবৃতিতে বলা হয়, অক্টোবরে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা টার্মিনাল থেকে রফতানি করা হয় দৈনিক ৩০ লাখ ১২ হাজার ব্যারেল। কিরকুকের তেলকূপগুলো থেকে তুরস্কের চেয়হান বন্দর দিয়ে দৈনিক গড়ে ৯৮ হাজার ব্যারেল রফতানি করা হয়। এছাড়া দৈনিক ১০ হাজার ব্যারেল ট্রাকযোগে জর্ডানে রফতানি করা হয়েছে।

সানবিডি/এনজে