তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি
সারা দেশে কাল থেকে বাস-ট্রাক বন্ধের ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০৪ ১৪:৫০:৩৫
দেশের বাজারে তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় সারাদেশে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। বৃহস্পতিবার এ ঘোষণা দেয় মালিক সমিতির নেতারা। এর আগে রাজশাহীতে তেলের দাম বৃদ্ধিতে ভাড়ার সমন্বয় না হওয়ায় শুক্রবার থেকে বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। পরিবহন সূত্রগুলো বলছে, জ্বালানি তেলের নতুন মূল্যহার কার্যকর হওয়ার পর পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের মালিক-শ্রমিকেরা নিজেদের মধ্যে বৈঠক করেছে। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধি না করার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা জানান, কেন্দ্র থেকে তারা ধর্মঘটের ডাক না দিলেও জেলায় তাদের শাখাগুলো তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে পরিবহন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
সানবিডি/এনজে