করোনা চিকিৎসায় খাওয়ার ওষুধের অনুমোদন দিলো ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৪ ২০:২২:০১


প্রথমবারের মতো করোনাভাইরাসের চিকিৎসায় একটি অ্যান্টিভাইরাল ট্যাবলেট ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন।

বৃহস্পতিবার মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মের্ক এবং রিজবেক বায়োথেরাপেটিকসের যৌথ উদ্যোগে তৈরি অ্যান্টিভাইরাল পিল ‘মলনুপিরাভির’ করোনায় চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।

এমএইচআরএ জানায়, ক্লিনিকাল ডেটা অনুযায়ী করোনা শনাক্তের পরে এবং উপসর্গ দেখা দেওয়ার ৫ দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধটি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

গত মাসে চূড়ান্ত হওয়া ওই ডেটা অনুযায়ী, ট্যাবলেটটি সংক্রমণের শুরুর দিকে দেওয়া হলে আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমবে।

পিলটি করোনা আক্রান্ত হওয়ার পরের পাঁচ দিন দিনে দুবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এক বিবৃতিতে বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি জাতীয় গবেষণার মাধ্যমে রোগীদের জন্য মলনুপিরাভির ব্যবহারের পরিকল্পনা তৈরি করতে সরকার এবং এনএইচএসের সঙ্গে কাজ করছি।’

পিলটি যুক্তরাজ্যে ‘লাগেভ্রিও’ নামে ব্র্যান্ডেড হবে।

গত মাসে ওষুধটির ৪ লাখ ৮০ হাজার কোর্স সুরক্ষিত করার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

এদিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরাও ওষুধটি নিয়ে পর্যালোচনা করছে। এই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে মলনুপিরাভির ট্যাবলেটটির অনুমোদন দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: রয়টার্স।

এএ