বাংলাদেশের অসম্ভব সুন্দর ৩৮টি জায়গা!

আপডেট: ২০১৬-০২-০১ ২১:৩০:৪৬


Beautiful Bangladeshঅনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর জায়গাই নেই, ঘুরার মতো। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হবেনা।

এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন।

এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির ফটোগ্রাফারের নাম আমরা ছবির নিচে ম্যানশন করে দিয়েছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।

Sajek Valley...
Photo by Afzal Nazim
Sajek Valley
Photo by Tarek Mahmud

রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য।

Beautiful Bangladesh
Photo by Imran Bin Mazher
I wanna climb the hills because I wanna vanish in clouds and their music
Photo by MD.ABDULLAH MAHMUD

২. কাপ্তাই লেক, রাঙ্গামাটি।

Kaptai lake
hoto by Sheikh Mehedi Morshed Taef

২. শুকনাছড়া ফলস, রাঙ্গামাটি।

The Shuknachara Falls
Photo by Mohammad Saiful Islam

৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Raikhong Lake
hoto by TuheenBD

রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Waterfalls
Photo by TuheenBD

৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান

Nilgiri Resort @ Bandarban
Photo by alauddin2008

নীলগিরি বান্দরবান থেকে সূর্যাস্ত

sunrise at Nilgiri, Bandarban
Photo by Ishtiaque Ovee

৬. সাঙ্গু নদী, বান্দরবান

Shangu, Bandarban
Photo by Exploring Bangladesh

৭. কিউক্রাডং এর চূড়া থেকে

Goodmorning Keokaradang
Photo by Faisal Akram

৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়

Morning at Bandarban 2
Photo by D.M. Hasan-Uz- Zaman

৯. বান্দরবানের বগা লেক

Boga Lake
Photo by Anwar Hussain

১০. বান্দরবানের চিম্বুক পাহাড়

Bandarban Chimbuk Range Hill View From Nilgiri
Photo by Sharif Ripon

১১. জাদিপাই পাড়া, বান্দরবান

Jadipai Para
Photo by Shahadat Rahman Shemul

১২. জাদিপাই ফল, বান্দরবান

Jadipai Fall, Bandorban, Bangladesh
Photo by Roy Udoy

১৩। নাফাখুম ফল, বান্দরবান

Nafakhum, Bandarban
Photo by Razequl Zibon

১৪. থানছি, বান্দরবান

Pan Thanchi 1
Photo by Sabbir Khan

১৫. আমিয়াখুম ফল, বান্দরবান

Amiakhum Waterfall
Photo by Md Rasedul Hasan

১৬. রিজুক ফল, বান্দরবান

Rijuk falls ((Bandarban).............
Photo by Khondoker Jannatul Ferdous

১৭. তাজিংডন, বান্দরবান

Tajingdong
Photo by Dr.Muntasir Moin

১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট

Ratargul
Photo by Wild Priest

সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য

04
Photo by Arefin Chisty

সিলেটের রাতারগুল জলাভূমির বন

A Refreshing Moment at Ratargul Swamp Forest II
Photo by Abdullah Al Maymun Chowdhury

১৯. জাফলং, সিলেট

Jaflong
Photo by Neerod

২০. বিছনাকান্দি, সিলেট

Bichana Kandi _ sYlhet
Photo by nilesh rony

২১. লালাখাল, সিলেট

Lalakhal , Sylhet
Photo by Atique Rahman

লালাখাল, সিলেটের আরেকটি ভিউ

Lalakhal
Photo by Rakib Arnab

২২. ল্যাওয়াছড়া জাতীয় উদ্যান, সিলেট

Lawachara National Park
Photo by Sabbir Khan

ল্যাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে রেল ক্রসিং

Guiding light
PHOTO BY XAHIDUR REZA

২৩. পাংথুমাই ফলস, সিলেট

Pangthumai Falls, Sylhet
Photo by Saidur Rahman

২৪. টাঙ্গুয়ার হাওর, সিলেট

tanguar haor
Photo by Dolon

২৫. হামহাম ওয়াটারফল, শ্রীমঙ্গল, সিলেট

HumHum WaterFalls
Photo by A.Alim Al Munzur

২৬. মাধবকুন্ড ওয়াটারফল, মৌলভিবাজার, সিলেট

Madhabkunda Waterfall
Photo by Shakhawat Hossain

২৭. বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ

Nijhum dwip
Photo by Tanjib Ahmed

নিঝুম দ্বীপের আরেকটই দৃশ্য

The land of beauty : Nijhum Dwip
Photo by MD.ABDULLAH MAHMUD

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপের কাছ থেকে

Sunset
Photo by Rassel Chowdhury

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে হরিণের বিচরণ

Spotted Deer1
Photo by mustafizmamun

২৮. সুন্দরবনের ম্যানোগ্রোভ ফরেষ্ট

Sideview.Sundarbans
Photo by FarshidKhan12

২৯. কুয়াকাটা সমুদ্র সৈকত

Kuakata sea beach
Photo by Ariful Haque Bhuiyan

কুয়াকাটা সমুদ্র সৈকতের আরেকটি ভিউ

Soil Erosion [Kuakata, Bangladesh]
Photo by Saud Faisal

৩০. টেকনাফ, বাংলাদেশ

Our Teknaf
Photo by MD.ABDULLAH MAHMUD

 

৩১. সেন্ট মার্টিন দ্বীপ

St. Martin's Island , Bangladesh [Explored]
Photo by Mukammel Hoque

৩২. চট্টগ্রামের ফয়েস লেক

Foy's Lake
Photo by Gulzar Rasel

 

৩২. নেত্রকোনার বিড়িসিড়ি

the ciramic valley!
Photo by Tahsin Hossain

নেত্রকোনার বিড়িসিড়ির আরেকটি ভিউ

Birishiri
Photo by Iftekhar Alam Himel

 

৩৪. সোমেশ্বরী নদী, নেত্রকনা

Shomeshwari River
Photo by Farhana Jabin

সোমেশ্বরী নদী, নেত্রকনা। আরেকটি দৃশ্য

Shomashori river, Netrokona, Bangladesh
Photo by Hasib Wahab

৩৫. সোনাদিয়া, কক্সবাজার

Sonadia, Cox's Bazar
Photo by Chobir Kabbo

সোনাদিয়ার পাইন বন

Pine Forest - Sonadia Island
Photo by Sinbad Konick

সোনাদিয়াতে ক্যাম্পিং

1sonadia island
Photo by masud ananda

৩৬. তলুবং ওয়াটারফল, বান্দরবান

Tlubong Waterfalls (Double Falls)
Photo by Dr.Muntasir Moin

 

৩৭. সুখসাগর, দিনাজপুর

Beautiful Bangladesh
Photo by: Arghya Banik

৩৮. কুয়াকাটা, পটুয়াখালি

অভিযাত্রিক..
Photo by: shawccha saha

 

৩৯. তিস্তা, রংপুর

Photo by: shawccha saha

রংপুরের তিস্তার আরেকটি দৃশ্য

নৌকা

 

ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

 

সূত্র: Bangla Photography School

 

সানবিডি/ঢাকা/রাআ