ইউক্রেনের ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-০৬ ০৭:৫৮:২৭
ইউক্রেনের বিনিয়োগ ব্যাংক ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ইউক্রেন (আইসিইউ) বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
ঋণ ও ইকুইটি দুই ধরনের সিকিউরিটিজেই বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। লন্ডনে বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছে কিয়েভ ভিত্তিক বিনিয়োগ ব্যাংক আইসিইউ।
বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে এরইমধ্যে ৫০ কোটি ডলার বিনিয়োগ রয়েছে আইসিইউর।প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য, রাশিয়া, ইন্দোনেশিয়ায় বিনিয়োগ রয়েছে। বর্তমানে তারা ভারত, মায়ানমার ও বাংলাদেশের মত উদীয়মান বাজারে তাদের বিনিয়োগ বিস্তৃত করতে চায়।
আইসিইউর সঙ্গে বৈঠকে বিএসইসির কর্মকর্তারা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন দিক ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। এক্ষেত্রে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কমিশন। প্রয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগের প্রক্রিয়া সহজতর করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএসইসি।
বৈঠকে আইসিইউর সহ-প্রতিষ্ঠাতা মেকার প্যাসেনিউক এবং আইসিউ ইউক্রেনের এক বিলিয়ন ডলার ফান্ডের সহ প্রধান গিলস ফারলে উপস্থিত ছিলেন।
বিএসইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও পরিচালক শেখ মাহবুব উর রহমান উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস