মোংলায় দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহন বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৬ ১৫:২৪:৪৬
তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও পরিবহন ভাড়া বাড়ানোর দাবিতে শনিবারও মোংলায় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় একেবারে ফাঁকা অবস্থায় রয়েছে মোংলা-খুলনা মহাসড়ক।
জ্বালানি তেলের দাম বাড়লেও পরিবহনভাড়া বাড়িয়ে নির্ধারণ না করে দেওয়ায় শুক্রবার ভোর থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রেখেছেন মালিক – শ্রমিকরা। ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি থেকে যেমন কোন পণ্য বের হচ্ছেনা তেমনি ঢুকছেও না। তবে জেটির অভ্যন্তরে সব ধরণের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, এমনিতেই শুক্র ও শনিবার জেটি থেকে পণ্য পরিবহন বন্ধ থাকে। আর পরিবহন চলাচল বন্ধ থাকায় জেটি থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এছাড়া ইপিজেডসহ শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরিতেও উৎপাদন স্বাভাবিক থাকলেও মুলত পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্য হিসেবে দুই একটি ভোজ্য তেল ও গ্যাসবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। অন্যান্য ফ্যাক্টরিগুলোর সামনে ট্রাক রেখে বেকার সময় পার করছেন চালক-হেলপাররা।
ইপিজেডের মহাব্যবস্থাপক মাহমুদ আহমেদ সিদ্দিক বলেন, ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরির পণ্য মুলত মোংলা বন্দর ও বেনাপোল বন্দর দিয়ে আনা-নেওয়া হয়ে থাকে। সেই কারণে বেনাপোল দিয়ে ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরির কাঁচামাল ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
এদিকে, তেলের দাম কমানো নতুবা ভাড়া বাড়ানোর দাবিতে শনিবারও সকল বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক – শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় তাদেরকে না খেয়ে কষ্টে জীবনযাপন করতে হচ্ছে বলেও জানিয়েছেন শ্রমিকরা।
সানবিডি/এনজে