ভোলায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-০৭ ১০:৫৫:৪১


ভোলার দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) দিনগত রাতে চরপাতা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কেড়ানীবাজার এলাকায় নুরে আলম ও সেলিম হাওলাদারের সমর্থকদের মধ্যে সংর্ঘষের এ ঘটনা ঘটে।

আহতদের ভোলা সদর ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে উভয় পক্ষের লোকজন উঠান বৈঠক শেষে কেড়ানীবাজার এলাকায় আসলে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ ঘটে। এ সময় উভয় পক্ষের নির্বাচনী অফিস, দুইটি মোটরসাইকেল ও তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সানবিডি/ এন/ আই