ধর্মঘটে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৭ ১৪:১৭:৪২


দেশে ডিজেল-কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বর্তমানে বন্দর থেকে স্থগিত রয়েছে পণ্য খালাসের যাবতীয় কার্যক্রম। পণ্যের ছাড়করণ বন্ধ থাকায় বন্দরের অভ্যন্তরে জমতে শুরু করেছে আমদানি হওয়া কনটেইনারের স্তূপ। পাশাপাশি বেসরকারি আইসিডিগুলো (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) থেকে রফতানিমুখী কোনো কনটেইনারই নেয়া যায়নি চট্টগ্রাম বন্দরে।

এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের মতে, চট্টগ্রাম বন্দর থেকে শনিবার দেড় হাজার কনটেইনার খালাসের অ্যাসাইনমেন্ট থাকলেও কোনো ডেলিভারি হয়নি। শুক্রবার ব্যক্তি উদ্যোগে ৩২০টি কনটেইনার বন্দর থেকে খালাস হয়েছিল। সব মিলিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কনটেইনার জমেছে ৩৭ হাজার ইউনিট। আজও ধর্মঘট অব্যাহত থাকলে রফতানি পণ্য না নিয়েই জেটি ছাড়তে পারে তিনটি জাহাজ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, শুক্রবার ভোর থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রমের সঙ্গে যুক্ত কোনো গাড়ি ঢুকতে বা বের হতে পারছে না। আবার বেসরকারি আইসিডিগুলো থেকে রফতানিমুখী পণ্য নিয়ে কনটেইনারবাহী গাড়িগুলো বন্দরে প্রবেশ করতে পারছে না। এমন পরিস্থিতি চলতে থাকলে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে।

সানবিডি/এনজে