তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনীতিক পাঠাচ্ছে জার্মানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৭ ২০:১৫:৩৬


আফগানিস্তানের ক্ষমতা দখলকারী তালেবান বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনীতিক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি।আজ রোববার আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে জার্মান সংবাদপত্র ওয়াল্ট অ্যাম সানট্যাগের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রদূত পদ মর্যাদার মার্কাস পটজেলকে আফগানিস্তানে অবস্থিত জার্মান দূতাবাসে পাঠানো হবে।

তালেবানের সঙ্গে সম্পর্ক হালনাগাদ করাই মার্কাস পটজেলের কাজ হবে বলে ওয়াল্ট অ্যাম সানট্যাগ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন কাবুলে তাদের কূটনৈতিক কার্যালয় খোলার ঘোষণা দেওয়ার পর জার্মানিই প্রথম ইউরোপীয় দেশ যারা আফগানিস্তানে তাদের রাষ্ট্রদূত পাঠানোর পরিকল্পনা করেছে।

আফগানিস্তানের ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষের সঙ্গে আরও ভাল যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্যে জার্মানি তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে ইচ্ছুক বলে জানা গেছে।

আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার জন্যই জার্মানি বর্তমানে তালেবানদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ইচ্ছুক বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

তালেবানও বিদেশি সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক। অবশ্য শুধুমাত্র শর্তহীন সাহায্যই গ্রহণ করবে বলে জানিয়েছে তালেবান।

সানবিডি/এনজে