কখনও দেখেছেন ‘মানুষ মাছ’??

আপডেট: ২০১৬-০২-০২ ২০:০১:০৮


fish like man_100675ক্যারিবিয়ান সাগরে খোঁজ মিলল অদ্ভূত এক মাছের। মানুষের মতো নাক, আঙুল, পায়ের পাতা থাকায় অনেকে এটাকে বলছে ‘সমুদ্র দানব’। সমুদ্রে দিব্যি হাঁটতে পারায় অনেকে এটাকে বলছেন ‘এলিয়েন মাছ’!

ক্যারিয়াকো দ্বীপের স্থানীয় মৎস্যজীবীরা এই ‘অদ্ভুত মাছ’টি দেখে তাজ্জব বনে গিয়েছে। মাছটি দেখতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে। অনেকেই বলছেন এমন মাছ তারা জীবনেও দেখেনি।

মৎস্যজীবী হোপ ম্যাকলরেন্স জানান, তার জালেই অদ্ভূত মাছটি ধরা পড়েছে। তিনি বলেন, ‘৫০ বছর ধরে মাছ ধরছি কিন্তু এমন মাছ কোনও দিন দেখিনি। মাছটির মুখের কাছে মানুষের মতো নাক রয়েছে। কোনও পাখনা নেই। পায়ের পাতা রয়েছে।’’

পাখনা না থাকায় মাছটি সাঁতার কাটতে পারে না কিন্তু হাঁটতে পারে বলে তিনি দাবি করেন।

সানবিডি/ঢাকা/রাআ