জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের ডাক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৮ ১৬:০৫:৪০
দেশে জ্বালানি তেল ও পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।
এই সমাবেশে তিনি বলেন, সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে হরতাল পালন করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন প্রমুখ।
সানবিডি/এনজে