ব্লক মার্কেটে লেনদেন ৯৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৮ ১৬:১৪:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানির ৯৭ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লেনদেনের শীর্ষে থাকা লাফার্জ হোলসিমের শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২৫ কোটি ১২ লক্ষ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার ২৫ কোটি ৬ লক্ষ ৭ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার ২২ কোটি ৪১ লক্ষ টাকার।চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ১২ কোটি ৬০ লক্ষ টাকার।
এছাড়া, ইসলামী ব্যাংকের ২ কোটি ৭০ লক্ষ টাকার, রেনাটার ২ কোটি ৩ লক্ষ ৭০ হাজার টাকার, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার টাকার, সালভো কেমিকেলের ১ কোটি ৪৫ লক্ষ ৮১ হাজার টাকার, জি বি বি পাওয়ারের ৯০ লক্ষ ৩৫ হাজার টাকার, এন আর বি সি ব্যাংকের ৩৮ লক্ষ ৭০ হাজার টাকার, সি এন এ টেক্সটাইলের ৩২ লক্ষ ৮০ হাজার টাকার, লেভেলোর ২৭ লক্ষ ৯৭ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২৬ লক্ষ ৬০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৪ লক্ষ ১ হাজার টাকার, রূপালী লাইফের ২২ লক্ষ ৭২ হাজার টাকার, নেষনাল পলিমারের ২১ লক্ষ ৯ হাজার টাকার, সোনারবাংলা ইন্সুরেন্সের ১৬ লক্ষ ৮০ হাজার টাকার, ডেল্টা লাইফের ১৬ লক্ষ ৩৯ হাজার টাকার, বেক্সিমকোর ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১৩ লক্ষ ৩২ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩ লক্ষ ২ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১০ লক্ষ ৬৫ হাজার টাকার, আরডি ফুডের ১০ লক্ষ ৩০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৮ লক্ষ ৯৪ হাজার টাকার, সোনালী পেপারের ৮ লক্ষ ৮০ হাজার টাকার, ডোরিন পাওয়ারের ৭ লক্ষ ৬০ হাজার টাকার, গোল্ডেন সনের ৭ লক্ষ ৫৫ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লক্ষ ৭৭ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৬ লক্ষ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস