রংপুর-পঞ্চগড়-বাংলাবান্ধা সরাসরি বাস সার্ভিস চালু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০৮ ১৬:৫১:১৮
অবশেষে বহু প্রতীক্ষিত রংপুর-পঞ্চগড় রুটে বাংলাবান্ধা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে। আজ সোমবার সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর-বাংলাবান্ধা একপ্রেস সার্ভিস চালু করা হয়। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে রংপুর জেলা মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন রংপুর-বাংলাবান্ধা রুটে আধঘণ্টা পর পর ২০টি বাস চলাচল করবে।
গত ১ নভেম্বর সোমবার নীলফামারীতে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজ্জাম্মেল হক জানান, লাল-সবুজ পতাকা লাগানো রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস নামে ২০টি বাস চলাচল করবে। এর মধ্যে রংপুরের আটটি এবং নীলফামারী ও পঞ্চগড় জেলার ছয়টি করে বাস রয়েছে। এতে রংপুর নীলফামারী ও পঞ্চগড় জেলার মানুষ ২শ’ ২৫ টাকায় বাংলাবান্ধায় যাতায়াত করতে পারবেন। সবচেয়ে উপকৃত হবেন পঞ্চগড় জেলার মানুষ। তারা বিভাগীয় নগরী রংপুরে চিকিৎসাসেবা ও বিভিন্ন কাজে দ্রুত আসতে পারবেন।
এ ব্যাপারে মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, রংপুর থেকে বাস পাগলাপীর, তারাগঞ্জ, কিশোরগঞ্জ, ট্যাংঙ্গনমারী, নীলফামারী, গাছবাড়ী, নীলসাগর ভবানীগঞ্জ, সোনাহাট, দেবীগঞ্জ, সাখওয়া, বোদা, পঞ্চগড় হয়ে বাংলাবান্ধায় যাবে। মাত্র সাড়ে তিন ঘণ্টায় ১শ’ ২৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে।
সানবিডি/এনজে