হিলিতে কেজিতে ১৫ টাকা কমেছে কাঁচা মরিচের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০৮ ১৭:৫১:৫৯
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১৫ টাকা। একদিন আগে প্রতিকেজি কাঁচা মরিচ পাইকারিতে ১০০ টাকা বিক্রি হয়েছিল। সোমবার (০৮ নভেম্বর) দাম কমে বিক্রি হচ্ছে ৮৫ টাকা।
একইভাবে খুচরা বাজারে কমেছে কেজিতে ২০ টাকা। একদিন আগে ১২০ টাকা কেজি বিক্রি হলেও আজ ১০০ টাকা বিক্রি হচ্ছে। বন্দর দিয়ে আমদানিকৃত কাঁচা মরিচ একসপ্তাহ ধরে ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের কাঁচা মরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম নাগালে রাখতে আমদানি হচ্ছে। ভারতের বাজারেও আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমেছে। ফলে দেশের বাজারে কমেছে। গত একসপ্তাহ ধরে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা কাঁচা মরিচ। তবে বাজারে বেশি দামে বিক্রি করেন ব্যবসায়ীরা।
সানবিডি/এনজে