মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৮ ১৮:০৯:০৯


লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস প্রদত্ত ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড ২০২১’ এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সোমবার (৮ নভেম্বর) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ডের ঘোষণা দেয়া হয়।

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস-এর চেয়ারম্যান প্রফেসর হুমায়ুন দার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি-এর নিকট হস্তান্তর করছেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।

আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এএ