রংপুর সেনানিবাস পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০৮ ১৯:১৯:২৯
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রংপুর সেনানিবাস পরিদর্শন করেছেন।আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে রংপুর সেনানিবাস পরিদর্শন করেন। এসময় সেনাপ্রধান রংপুর সেনানিবাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে একটি গাছের চারা রোপণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসিসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রংপুর সেনানিবাসের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে