রেকর্ড ৬৮ হাজার ডলার ছাড়িয়েছে বিটকয়েনের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৯ ১৬:৫০:৫৭
ফের রেকর্ড ভেঙ্গেছে বিটকয়েনের দাম।এর আগে অক্টোবরের শেষ সপ্তাহে বিট কয়েনের দাম পৌঁছেছিল ৬৭ হাজার ৭০০ ডলারে। এবার সেই রেকর্ড ভেঙ্গে প্রথমবারের মতো এই ক্রিপ্টোকারেন্সির দাম ৬৮ হাজার ডলার ছাড়িয়েছে। বাজারে নতুন ক্রিপ্টোকারেন্সি শিবা ইনু আসার পর দাম কিছুটা কমতির দিকে ছিল বিটকয়েনের। তবে দ্রুতই বিটকয়েনসহ সকল ক্রিপ্টোকারেন্সির দাম আবারো বাড়তে শুরু করে। ইথেরিয়ামের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৭ ডলারে। বিশ্লেষকরা মনে করছেন, সামনের সপ্তাহগুলোতেও বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।
প্রথম থেকেই বিটকয়েক বিশ্বের সবথেকে দামি ডিজিটাল মুদ্রা ছিল।
এর বর্তমান বাজারমূল্য ১.১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। অথচ ৫ বছর পূর্বেও এক বিটকয়েনের দাম ছিল মাত্র ৭০০ মার্কিন ডলার। কিন্তু মুদ্রাস্ফীতির ভয়ে বিনিয়োগকারীরা এখন বিটকয়েন কিনতে শুরু করেন। এটিকে অনেকেই সোনার বিকল্প ভাবছেন। তাছাড়া তরুণ বিনিয়োগকারীদের মধ্যে বিটকয়েন এখন সোনার থেকে বেশি জনপ্রিয়।
সানবিডি/এনজে