মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণ শুরু করেছে বেক্সিমকো
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৯ ১৭:৫৮:৩৪
মহামারি করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মা। এছাড়া, এসকেএফ ও স্কয়ারকেও মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণের অনুমতি দেওয়া হয়েছে।
ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান আজ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রতিটি ট্যাবলেটের দাম ধরা হয়েছে ৫০ টাকা।
ওষুধটি করোনা রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার ৫০ শতাংশ কমাতে পারে। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী এটি ব্যবহার করা যাবে। গত সোমবার করোনা চিকিৎসায় মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি অনুমোদন দেয় সরকার। মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শার্প এন্ড ডোহম এবং রিজব্যাক বায়োথেরাপটিকস কোম্পানি কতৃক উৎপাদিত মলনুপিরাভির করোনায় চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেট, যা খাওয়া যাবে। ওষুধটির ওপর পরীক্ষা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে। চার দিন আগে বৃটেন সরকার এ ওষুধের অনুমোদন দেয়।
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটি অনুমোদন দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে।
সানবিডি/এনজে