বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৪৮.৯৬%

প্রকাশ: ২০১৬-০২-০৩ ১২:২৬:৪৩


Germents.bdচলতি ২০১৫-১৬ অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া বিনিয়োগ প্রস্তাব ৪৮ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিনিয়োগ বোর্ডের সাম্প্রতিক তথ্য-উপাত্ত থেকে এমন তথ্য পাওয়া গেছে।

আলোচ্য তিনমাসে ৪০২টি শিল্প ইউনিটে বিনিয়োগ করার লক্ষ্যে বিনিয়োগ বোর্ডের কাছে স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের পক্ষ থেকে ২১ হাজার ৬৯২ কোটি ৩৬ লাখ টাকার প্রস্তাব পাঠানো হয়।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিনমাসে (জুলাই থেকে সেপ্টেম্বর ২০১৫) ৩৭২টি শিল্প ইউনিটে বিনিয়োগ প্রস্তাব ছিল ১৩০ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকার।

চলতি অর্থবছরের প্রথম তিনমাসে (জুলাই থেকে সেপ্টেম্বর ২০১৫) ৩৭২টি শিল্প ইউনিটে বিনিয়োগ প্রস্তাব ছিল ১৩০ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকার।

অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত পুরোপুরি অথবা যৌথভাবে প্রাপ্ত বিদেশি বিনিয়োগ প্রস্তাব ছিল ১ হাজার ১৩৮ কোটি ২৪ লাখ টাকার।

সর্বোচ্চ বিনিয়োগের প্রস্তাব এসেছে প্রকৌশল খাতে। এ খাতে মোট বিনিয়োগের ২৫ দশমিক ৯৮ শতাংশ এসেছে। এছাড়া কেমিক্যাল খাতে ২২ দশমিক ২৮ শতাংশ, সেবা খাতে ১৫ দশমিক ২২ শতাংশ, কৃষি খাতে ১৩ দশমিক ৯৮ শতাংশ এবং অন্যান্য খাতে ২২ দশমিক ৫৪ শতাংশ।

বিনিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে নতুন নিবন্ধিত ৪০২টি শিল্প ইউনিটে মোট ৫৬ হাজার ২১৬টি পদে কর্মসংস্থান হবে।

সূত্র: বাসস