জাহাজভাঙা কারখানায় ধর্মঘট প্রত্যাহার করেছে বিএসবিআরএ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১০ ২০:৪৬:০৯


চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত জাহাজভাঙার কারখানাগুলোতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম।

আগে থেকে না জানিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশন চারটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালালে ক্ষুব্ধ হন মালিকরা। এ কারণে তাদের সংগঠন বিএসবিআরএ মঙ্গলবার রাতে ঘোষণা দিয়ে বুধবার সকাল থেকেই ধর্মঘট পালন শুরু করে। তবে ১২ ঘণ্টা না যেতেই ধর্মঘট প্রত্যাহার করল সংগঠনটি।

এ ব্যাপারে বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, ভ্যাট কমিশনারের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কাল (বৃহস্পতিবার) সকাল থেকে কারখানায় কাজ শুরু হবে।

এর আগে সকালে ধর্মঘট ডাকার কারণ হিসেবে তিনি বলেন, আমাদের না জানিয়ে সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানাগুলোয় অভিযান চালানোর বিষয়টি অনেকেই মানতে পারেনি। তাই মালিকপক্ষ আজ থেকে ধর্মঘট পালন করছে।

সানবিডি/এনজে