সাভারের বিল দূষণকারী প্রতিষ্ঠানের তালিকা জমাদানের নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১১ ১৬:৪৩:৪৩
শিল্পদূষণ ও অবৈধ দখল থেকে সাভারের বিল বাগিল, ধলাই ও পাকুড়িয়াসহ কোনাপাড়া খাল রক্ষায় রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই রায়ে জলাশয়গুলোতে দূষণের অবস্থা নির্ণয়, জলাশয়গুলো দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের তালিকা এবং দূষণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন আদালতে জমাদানের নির্দেশ দিয়েছেন আদালত।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালককে আগামী ৬ মাসের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রায় বাস্তবায়নের স্বার্থে মামলাটি চলমান মামলা হিসেবেও ঘোষণা করেন আদালত। রায় প্রদানকালে আদালত ব্যর্থতার জন্য বিবাদীদের ভর্ৎসনা করেন।
এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে বেলা’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনি।
সানবিডি/এনজে