বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-১১ ১৭:২৩:১৭


ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আলমগীর (২৬) ও রাজিব (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-বান্দুরা সড়কে উপজেলার টিকরপুর চকের ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা নাগাদ চাপা পড়া লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

এ ব্যাপারে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার নিশিকান্দা এলাকা থেকে চারটি বিদ্যুতের খুঁটি নিয়ে ট্রলিগাড়ি ঢাকার পোস্তগোলার উদ্দেশে যাচ্ছিল। ট্রলিতে খুঁটির ওপরে বসে ছিল ১২ শ্রমিক। টিকরপুর চকের হরিকালী মন্দির সংলগ্ন ব্রিজের ঢালে এলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিসহ রাস্তা থেকে খাদে পড়ে যায়।

এ সময় গাড়িতে থাকা বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আলমগীর ও রাজিব নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তবে গাড়িতে থাকা বাকি শ্রমিকরা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাত সাড়ে ১১টা নাগাদ লাশ উদ্ধার করেন।

দোহার ফায়ার সার্ভিসের অফিস সহকারী রিজভী আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের খুঁটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ‘এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে ঠিকাদার ও ড্রাইভারকে আসামি করে মামলা রুজু করেছি।’

সানবিডি/এনজে