জাককানইবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

আপডেট: ২০১৬-০২-০৪ ১১:৫৩:০৩


JKKNIU11জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ৮ ফেব্রুয়ারি সোমবার “গাহি সাম্যোর গান” মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান জানান, আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রী অধ্যক্ষ আলহ্বাজ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটের আওতায় ১৬টি বিভাগে ৮২৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস