রাবিতে ইসলামের ইতিহাস বিভাগের হীরক জয়ন্তী ১৯মার্চ
প্রকাশ: ২০১৬-০২-০৩ ১৫:৫৯:০৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজন করতে যাচ্ছে বিভাগটি । বুধবার বিভাগের সভাপতির কক্ষে বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সভাপতি প্রফেসর ড. মো আজিজুল হক।
বিভাগের সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, বিভাগের ৬০ বছর পূর্তিতে আগামী ১৯ র্মাচ হীরক জয়ন্তী ও প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্মেলন হবে। উক্ত সম্মেলনে অংশগ্রহণ করতে ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হতে র্নিধারিত ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অর্নাস), এম এ, এমফিল, পিএইচডি যে কোন একটি ডিগ্রী থাকলে সাধারণ সদস্য হতে ১০০০+৫০০=১৫০০ টাকা, আজীবন সদস্য হতে ১০০০+৫০০০=৬০০০ টাকা (এককালীন), ও সহযোগী সদস্য হতে ১০০০+২০০=১২০০ টাকা প্রদান করে সম্মেলনে অংশগ্রহণ করতে হবে। সকল ধরনের সদস্য ফি ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন , সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৫৮০৫০১৮, অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখের মধ্যে। ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফরম সরাসরি বিভাগ থেকে ও বিভাগের ওয়েবসাইট www.ru.ac.bd/ihc থেকে ডাউনলোড করে পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিভাগের অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্লাহ্ ছিদ্দিকী, প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. সৈয়দা নূরে কাছেদা খাতুন ও ড. মো.ফজলুল হক প্রমূখ।
সানবিডি/ঢাকা/এসএস