শিগগিরই চালু হচ্ছে ৫ পাটকল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৩ ২০:১৪:৩২
পাটকল বন্ধ হয়েছে বলা যায় না,শুধু উৎপাদন বন্ধ হয়েছে বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের পাওনাদি কড়ায়-গন্ডায় মিটিয়ে দিয়েছেন।
আজ শনিবার (১৩ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর রূপসা এলাকায় বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে ৩০০ শ্রমিককে সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় পাট -শিল্পের সংশ্লিষ্টদের সুখবর দিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, পাঁচটি পাটকল চালুর জন্য এরই মধ্যে দরপত্র জমা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগির পাটকলগুলো আবার চালু হবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ৪৯ বছর ধরে সুখে-দুঃখে শ্রমিকদের সঙ্গে আছি। ডিসেম্বরে ৫০-এ পড়বে। যতদিন বেঁচে থাকবো, শ্রমিকদের কল্যাণে কাজ করে যাবো।
সানবিডি/এনজে