গমের রফতানি শুল্ক বাড়াচ্ছে রাশিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৪ ১৪:০৬:৪৮


বিশ্ববাজারে কয়েক সপ্তাহ ধরে গমের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে।সরবরাহ সংকটের কারণে বাজার ক্রমেই লাগাম ছাড়া হচ্ছে। এর মধ্যেই গমের রফতানি শুল্ক বাড়াতে যাচ্ছে বিশ্বের শীর্ষ গম রফতানিকারক রাশিয়া। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম ও রয়টার্স।

এ বিষয়ে রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পেট্রোশেভ সম্প্রতি এক সরকারি বৈঠকে জানান, আন্তর্জাতিক বাজারে গমের দাম যদি বড় পরিসরে বেড়ে যায় তবেই গমের রফতানি শুল্ক বাড়ানো হবে।

রাশিয়ায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির খাদ্যশস্য রফতানিতে এরই মধ্যে গুনতে হচ্ছে ফরমুলাভিত্তিক শুল্ক। এটি চলতি বছরের জুনে আরোপ করা হয়।

পেট্রোশেভ বলেন, বিশ্ববাজারে লক্ষণীয় হারে বেড়েছে দাম। এমন পরিস্থিতিতে প্রতি টন গম ৪০০ ডলার বা তার বেশি দামে রফতানি করতে গেলে বিদ্যমান শুল্কের চেয়ে বেশি শুল্ক দিতে হবে।

তিনি আরো উল্লেখ করেন, স্থানীয় বাজারে পর্যাপ্ত খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। এ কারণে আগামী বছরের প্রথমার্ধের জন্য গমসহ খাদ্যশস্য রফতানিতে কোটা নির্ধারণ করবে রাশিয়া।

রাশিয়ান ইউনিয়ন অব গ্রেইন এক্সপোর্টার্সের প্রধান এডওয়ার্ড জারনিন রয়টার্সকে জানান, তার প্রত্যাশা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে কোটা নির্ধারণ করা হবে। এটি জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

সানবিডি/এনজে