দর পতনের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৪ ১৬:১২:১৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯০ বারে ৫ লাখ ২৩ হাজার ১১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্গন ডেনিমসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৭৯ বারে ৪০ লাখ ২৮ হাজার ৬৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭৫ বারে ২১ লাখ ৪২ হাজার ২০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এমবি ফার্মার ৮.৩০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৮.১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৭.৫৯ শতাংশ, মীর আখতারের ৬.৬৯ শতাংশ, এমআই সিমেন্টের ৬.৬২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬.৪৭ শতাংশ এবং তিতাস গ্যাসের শেয়ার দর ৬.২৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস