বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগের প্রস্তাব ইতালির

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৪ ২০:৩৩:১১


বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ইতালি।এর পাশাপাশি যৌথ উদ্যোগে সবুজ প্রযুক্তি হস্তান্তর ও এ খাতে বিনিয়োগ বাড়ানো ও ভবিষ্যতে যৌথ সম্পর্কোন্নয়নে কাজ করারও আগ্রহ দেখিয়েছে ইতালি।

আজ রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের নতুন ভবনে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন। বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সৌজন্য সাক্ষাৎ শেষে বিসিক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের চামড়া শিল্পের কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করার জন্য সবুজ প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ দেখিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। এ কাজে বাংলাদেশ ও ইতালি যৌথভাবে কাজ করবে।

এ বিষয়ে বিসিক চেয়ারম্যান জানান, যৌথ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হলে তাতে নিরবচ্ছিন্ন বর্জ্য সরবরাহের নিশ্চয়তাও চেয়েছে ইতালি।

সানবিডি/এনজে