দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইডস

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-১৫ ১৬:০০:২২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১৩ বারে ৪৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা স্কয়ার টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭৬২ বারে ২৬ লাখ ৮৬ হাজার ২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮৫১ বারে ১ কোটি ৫৮ লাখ ৩৭  হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৬৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.২২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৭.৬৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৭.৫০ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৭ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৬ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৫.৩৭ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস