হিলিতে সড়কে ট্রাক বিকল,আমদানি-রফতানি বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৫ ১৬:৫৮:৫৪
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য প্রবেশের সড়কে পাথরবাহী একটি ট্রাক বিকল হয়ে গেছে। এজন্য আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
এ বিষয়ে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশিনের সচিব শাহিনুর ইসলাম বলেন, ‘সোমবার দুপুরে ভারত থেকে আমদানি করা পাথরবাহী একটি ট্রাক সীমান্ত পেরিয়ে প্রবেশের পরপরই শূন্যরেখার বাংলাদেশ অংশে বিজিবির চেকপোস্টের সামনে বিকল হয়ে পড়ে। বন্দরের পণ্যপ্রবেশের একমাত্র সড়কে পণ্যবাহী ট্রাকটি এক্সেল ভেঙে বিকল হয়ে যায়। এজন্য দু’দেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। ভারতীয় মেকানিক এসে ট্রাকটিকে সচলের কাজ করছেন।’
সানবিডি/এনজে