চীনের সাথে ব্যাপক হারে বাণিজ্য বেড়েছে পাকিস্তানের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৫ ১৭:৫৯:১৬


স্টেট ব্যাংক অব পাকিস্তানের সম্প্রতি প্রকাশ হওয়া এক তথ্যে দেখা গেছে নয়টি আঞ্চলিক দেশে পাকিস্তানের রপ্তানি  ৩১.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এক বছর আগের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে আমদানি প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে আফগানিস্তান, চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, ইরান, নেপাল, ভুটান এবং মালদ্বীপে দেশটির রপ্তানির পরিমাণ সামান্য – ৯৪৬.২১৮ মিলিয়ন ডলার। গোটা বিশ্বে পাকিস্তানের রপ্তানির পরিমাণের সঙ্গে তুলনা করলে যা দাঁড়ায় মাত্র ১৩.৫ %। কারণ গোটা বিশ্বে পাকিস্তান মোট ৬.৯৯৭ বিলিয়ন ডলারের সামগ্রী রপ্তানি করে। অন্যান্য জনবহুল দেশ যেমন ভারত ও বাংলাদেশকে পেছনে ফেলে প্রতিবেশী দেশ চীনে পাকিস্তানের রপ্তানির পরিমাণ এখন সবথেকে বেশি ।নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপ সহ দূরবর্তী প্রতিবেশীদের সাথে পাকিস্তান শুধুমাত্র সমুদ্রপথে তার সীমান্ত বাণিজ্য চালায়। অন্যদিকে, এই দেশগুলো থেকে আমদানি এবছরের জুলাই -সেপ্টেম্বরে হয়েছে ৪.১২৮ বিলিয়ন, একই সময়ে গতবছর আমদানির পরিমাণ ছিল ২.৮৯৪ বিলিয়ন। বিপুল আমদানির ফলে, পর্যালোচনাধীন সময়কালে এই অঞ্চলগুলির সাথে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি ক্রমশ বাড়ছে।

২০২১-২২ অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর মাসে চীনে পাকিস্তানের রপ্তানি ইতিবাচক হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের রপ্তানিকৃত সামগ্রীর প্রায় ৫৯ % যাচ্ছে চীনে, বাকি যা থাকছে তা যাচ্ছে ৮ টি দেশে। চীনে পাকিস্তানের রপ্তানি এই বছরের প্রথম তিন মাসে ৬৯.৭% বৃদ্ধি পেয়ে প্রায় ৫৫৯.১৫৮ মিলিয়নে পৌঁছে গেছে। বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে চাল রপ্তানি অনেকটাই বেড়েছে ।

চীন থেকে আমদানির ক্ষেত্রে দেখা গেছে – গত বছরের তুলনায় চীন থেকে পাকিস্তানে আমদানি ৪৩.৬ শতাংশ বেড়ে ৪.০১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা আগে ছিল ২.৭৯৩ বিলিয়ন ডলার। পাকিস্তানের আমদানির প্রায় ৯৭.১ শতাংশ আসছে শুধুমাত্র চীন থেকে এবং বাকি আমদানি অন্যান্য আটটি দেশ থেকে। চলমান সংকটের কারণে আফগানিস্তানে কমেছে রপ্তানির পরিমাণ।

সানবিডি/এনজে