শাহজিবাজার পাওয়ারের এজিএম সোমবার
প্রকাশ: ২০১৬-০২-০৪ ১১:২৫:৫০
জিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি সোমবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। ওইদিন ফার্মগেটের কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে এই এজিএম অনুষ্ঠিত হবে ।
প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শাহজিবাজার পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য ৩১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ এবং বাকী ৩ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সা।