উগান্ডার রাজধানীতে জোড়া বিস্ফোরণ,নিহত ৬

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৬ ১৮:৩৮:০২


আফ্রিকার দেশ উগান্ডায় পার্লামেন্ট ও পুলিশ সদর দফতরের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দেশটির রাজধানী কামপালায় এ হামলা হয়। এতে অন্তত ছয়জন নিহত ও ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

এ বিষয়ে উগান্ডার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এডওয়ার্ড ওকোম বলেন, পার্লামেন্টের কাছে দাড়ঁ করানো গাড়িগুলোতে আগুন ধরে যায় এবং পুলিশ স্টেশনের জানালা ভেঙে যায়। আমরা বলতে পারি এটি হামলা ছিল। তবে এর জন্য কে দায়ী তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

পার্লামেন্টের কাছে বিস্ফোরণের পর এর কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং পার্লামেন্ট সদস্যদের ভবনে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে গাড়িতে আগুন, পুলিশ দফতরের জানালা ভাঙচুর এবং হত্যাকাণ্ড ঘটার কথাও জানিয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি।

সানবিডি/এনজে