স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা আইসিবিতে বিনিয়োগের অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-১৬ ১৯:০৬:৩০


সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে ১০০ কোটি টাকা টিডিআর রূপে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিএসইসির ৭৯৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্যাপিটাল মার্কেট স্টাবিলইজেশন ফান্ডের (সিএমএসএফ) আবেদনের প্রেক্ষিতে এবং সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে এই পরিমাণ টাকা বিনিয়োগ করা হবে।

এছাড়াও কমিশন স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে সিএমএসএল ফান্ডের পৃষ্টপোষকতায় ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় ১০ বছর মেয়াদী ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘সুবর্ণ জয়ন্তী ফান্ড’ নামক মিউচ্যুয়াল ফান্ড গঠনের অনুমোদন করেছে। উক্ত মিউচ্যুয়াল ফান্ডটিতে সিএমএসএফ প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা স্পন্সর হিসেবে বিনিয়োগ করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ