সেরা ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও অ্যাসেট ম্যানেজারকে পুরস্কৃত করবে বিএসইসি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-১৬ ১৯:৫৬:৫৪
পুঁজিবাজারে মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোকে আরও ভাল সেবাদানে উৎসাহিত করতে পুরস্কার চালু করা হচ্ছে। তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। ক্যাটাগরি তিনটি হচ্ছে- স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৯৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, প্রতি ক্যাটাগরিতে একটি করে প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের নাম হবে-স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার। প্রথম বারের পুরস্কার ২০২০ সালের পারফরম্যান্সের আলোকে প্রদান করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ