তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৬ ২১:১৩:২৯


ঝালকাঠিতে সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় দগ্ধ ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে ওই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো। শুক্রবার জাহাজে আগুন লাগার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জাহাজের শ্রমিক কামরুল ইসলাম মারা যান।

আজ মারা গেছেন রিপন শিকদার (৪০), মেহেদী হাসান (২৬), মোশারফ হোসেন রনি (২৭), শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)।

ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘ঝালকাঠিতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছিল। আজ তাদের ৫ জন মারা গেছেন।’

এছাড়া ইমাম উদ্দিন (২১) ও রুবেল হোসেন (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।

এএ