বাংলাদেশসহ চার দেশে ফের ভারতের টিকা রপ্তানি শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ১৪:৪২:৫১


মহামারি করোনার সংক্রমণ রোধে প্রায় আট মাস পর বাংলাদেশসহ চার দেশে পুনরায় টিকা রপ্তানি শুরু করেছে ভারত। অন্য তিনটি দেশ হলো মিয়ানমার, নেপাল ও ইরান। গত এপ্রিল-মে’তে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত।

নিজ দেশের নাগরিকদের প্রায় এক বিলিয়ন ডোজ টিকা দেওয়ার পর ভারত সরকার বিধিনিষেধ শিথিল করে এবং টিকা রপ্তানি শুরু করে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় টিকার স্থানীয় চাহিদা মেটাতে বাণিজ্যিক চুক্তিগুলোর কার্যকারিতা বন্ধ রাখে দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কোভ্যাক্সের আওতায় প্রথমে আফ্রিকার দেশগুলোতে পাঠানো টিকার মাধ্যমে রপ্তানি পুনরায় শুরু হয়। চলতি সপ্তাহের শুরুতে অ্যাক্সিওস ওয়েবসাইটকে ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আধার পুনাওয়ালা জানান, তিনি আশা করছেন কোভিশিল্ড নামের টিকার ডোজ শিগগিরই আফ্রিকার দেশগুলোতে পৌঁছে যাবে।

সানবিডি/এনজে