বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: এমপি লতিফের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ২০১৬-০২-০৪ ১৪:৪২:১৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরিদ আলমের আদালতে এ মামলা করেন সাইফুদ্দিন আহমেদ নামের এক যুবলীগ নেতা।
আদালত মামলাটি আমলে নিয়ে ছবি বিকৃতির ঘটনা একজন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
পরে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে আদালতে ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগন উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুর থেকে আগ্রাবাদ হয়ে বিমান বন্দর পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি সংবলিত বেশ কিছু ফেস্টুন সাটানো হয়।
সেখানে ছবির ওপরের অংশে কেবল বঙ্গবন্ধুর মুখমণ্ডল সুপার কম্পোজ করে এমএ লতিফের ছবির সঙ্গে যুক্ত করে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
সানবিডি/ঢাকা/এসএস